সংবাদ বিজ্ঞপ্তি:: মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সিলেট জেলা বাসদ।
শনিবার (৩০ মে) বিকাল ৩টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয় থেকে খাদ্যসামগ্রী বিতরন করেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক নেতা মোঃ আলী, তাজু মিয়া, মোস্তফা আহমদ, দুলাল আহমদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।
এসময় নেতৃবুন্দ বলেন, সরকার সময়মতো যথাযত পদক্ষেপ না নেয়ার কারনে করোনা মহামারী বিস্তৃতি গঠেছে। সরকার ছুটি ঘোষনা করে ঘরবন্দি মানুষের ঘরে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিতে পারেনি। ফলে লকডাউন সফল হয়নি।অন্যদিকে এইসময়ের মধ্যে চিকিৎসা ব্যবস্হাও ঢেলে সাজাতে পারেনি।
নেতৃবৃন্দ বলেন,করোনা মহামারী যখন ব্যাপকভাবে বিস্তৃতি গঠছে তখন সবকিছু খুলে দেয়ার সিদ্ধান্ত মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলার শামিল।