আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১১:০৭

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলালের ইন্তেকাল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৩০, ২০২০, ০১:৫১ অপরাহ্ণ
জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলালের ইন্তেকাল

খেলাধুলা বার্তা:: জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলালের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

আজ শনিবার রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে বেলা সোয়া ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত।

এর আগে স্ট্রোক করায় গত বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া কিডনি সমস্যায় ব্যাংককেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। সেই থেকে ডায়ালাইসিস চলছিল সাবেক এই ফুটবলারের। গোলাম রাব্বানী হেলালের জানাজা আজ বিকেলে সাড়ে ৪টায় আবাহনী ক্লাবে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হবে।

গোলাম রাব্বানী হেলাল ১৯৭৫-১৯৮৮ পর্যন্ত ঢাকা আবাহনীর চেনা মুখ ছিলেন। মাঝে আড়াই মাস বিজেএমসিতে কাটানো ছাড়া ক্যারিয়ারে পুরো সময়ই ছিলেন আবাহনীতে। খেলা ছেড়ে আবাহনীর পরিচালক হয়েছেন। একই ক্লাবের ফুটবল দলের নানা দায়িত্ব পালন করেছেন।

১৯৭৮ সালে ঢাকায় এশীয় যুব ফুটবল দিয়ে জাতীয় স্তরে খেলা শুরু। মূল জাতীয় দলে খেলা শুরু ১৯৭৯ সালে। মাঝে বিরতি পড়লেও খেলেছেন ১৯৮৫ পর্যন্ত। ১৯৭৮ লিগে ওয়ারীর কাছে দুবার হেরেছিল আবাহনী। পরের বছরই হেলাল হ্যাটট্রিক করেন ওয়ারীর বিপক্ষে। হেলাল বাফুফের নির্বাহী কমিটির সদস্য হন ২০০৮ সালে।

আরও পড়ুন:  সাবেক এমপি এড.নবাব আলী আব্বাছ খান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১