
সিলেটের বার্তা প্রতিবেদক:: মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যখন বাড়তে চলেছে ঠিক সেই মুহুর্তে করোনার ঝুঁকি মাথায় নিয়ে খুলল সিলেটের শপিংমল আর মার্কেটসমূহ।
আজ ৩০ মে, শনিবার সিলেট নগরীর অধিকাংশেরও বেশী মার্কেটগুলো রীতিমতো খুলা হয়েছে।
আগামীকাল খোলার ঘোষণা রয়েছে আরও মার্কেট।
আজ শনিবার হাসান মার্কেট, মধুবন, সিলেট প্লাজা, শুকরিয়া মার্কেট খোলা থাকতে দেখা যায়। ক্রেতাহীন সেসব মার্কেটে বিরাজ করছে সুনসান নিরবতা।

নগরীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর টহল। ছবি: নিজামুল হক লিটন
এদিকে করোনা ঠেকাতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নগরীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
অপরদিকে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর গাড়ী টহল দিতে দেখা যায়।