সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র্যাব-পুলিশের ২১ সদস্য।
একই দিনে সিলেটের পৃথক দু’টি ল্যাবে তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
আক্রান্তদের মধ্যে র্যাব-৯’র ১৩জন ও পুলিশ সদস্য রয়েছেন ৮জন।
শুক্রবার (২৯মে) ওসমানী মেডিক্যাল কলেজ ও শাহজালাল বিজ্ঞাপন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।
আইনশৃঙ্খলা বাহিনীর ২১জনসহ এদিন এই দুই ল্যাবে সনাক্ত হয় ৪৮জন করোনা রোগী। এদের মধ্যে ওসমানীতে ৩১জন ও শাবিপ্রবি’র ল্যাবে ১৭জন।
এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে সিলেট জেলায় ৪৬১ জন, সুনামগঞ্জ জেলায় ১৪৪ জনে পৌঁছাল।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, শুক্রবার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা সনাক্ত হয়।
নতুন আক্রান্তদের মধ্যে ১৮ জনই সিলেট সদর উপজেলার। এরমধ্যে র্যাব-৯’র ১৩ সদস্য আছেন। এছাড়া বিয়ানীবাজার উপজেলার ৩ জন, কানাইঘাটের ৪ জন, জকিগঞ্জের ৪ জন, জৈন্তাপুরের ও গোলাপগঞ্জের একজন করে রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১ জনে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) মিডিয়া ইউংয়ের কর্মকর্তা (এএসপি) সামিউল এ তথ্য নিশ্চিত করে বলেন, যা শুনেছেন তাই। র্যাব’র ১৩ সদস্য আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্ত ১৩ জনই।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, নতুন করে সনাক্ত হওয়া ১৭ জন করোনা রোগীর মধ্যে পুলিশের ৮জন সদস্যসহ সুনামগঞ্জ সদরের ১০ জন, জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, ছাতকের তিনজন ও বিশ্বম্ভরপুরের তিনজন।
এদের মধ্যে ৮জন পুলিশ সদস্যকে সুনামগঞ্জ লাইন্স হাসপাতালে ও চিকিৎসককে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ কোয়াটারে এবং অন্যান্যদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৮ জনে। এদের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ২৫জন।