আজ শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:২৮

জালালাবাদে সিএনজিতে মিলল ২০০ পিস ইয়াবা, আটক-৫

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৯, ২০২০, ০৪:৪৪ অপরাহ্ণ
জালালাবাদে সিএনজিতে মিলল ২০০ পিস ইয়াবা, আটক-৫

আটক ৫ মাদক ব্যবসায়ী।

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকায় সিএনজি অটোরিকশা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় পুলিশ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জদের নলুয়ার নবীনগরের মোস্তফা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫), মনোরঞ্জন তালুকদারের ছেলে হৃদয় তালুকদার (২১), কামাল উদ্দিনের ছেলে মামুন আহমদ (২৩), মো. নূরুল আমিনের ছেলে মো. নুরুজ্জামান সোহাগ (২১), যগিন্দ্র বর্মনের ছেলে হৃদয় বর্মন (২১)।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় জালালাবাদ থানার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের চাঁনপুর সাকিন জামে-মসজিদের সামনে থেকে আটক করেন।

জানা যায়, এসআই অঞ্জন কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন চেকপোস্ট ডিউটি করাকালে জালালাবাদ থানাধীন চাঁনপুর সাকিন’ জামে-মসজিদের সামনে থেকে একটি সন্দেহভাজন সিএনজিকে সিগন্যাল দিয়া থামান। এসময় সিএনজির ভিতরে থাকা ব্যক্তিদের দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেন।

পরে এসআই অঞ্জন কুমার দাশ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-২৭, তাং-২৯/০৫/২০২০খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১০(ক)/৩৮/৪১ রুজু করা হয়।

বিষয়টি জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ সত্যতা নিশ্চিত করেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০