গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: তিনদিন পর ভাসলো ঢলের পানিতে তলিয়ে যাওয়া সিলেটের গোয়াইনঘাটের সেই যুবকের লাশ।
আজ শুক্রবার (২৯মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নে মাটিকাপা ব্রিজ এলাকায় ওসমান আলীর মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করেন।
মঙ্গলবার (২৬ মে) ওই এলাকায় সাঁতরে রাস্তায় উঠার সময় ঢলের স্রোতে তিনি তলিয়ে যান।
লাশ উদ্ধারকালে ঘটনাস্থলে থাকা রুস্তমপুরের ইউপি চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন শিহাব এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করেন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুস সাকিব ও গোয়াইনঘাট থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের আহমদ আলীর ছেলে ওসমান আলী (২৭) সাঁতার কেটে রাস্তা পাপারের সময় পাহাড়ি ঢলের পানির স্রোতের তলিয়ে যান। তাকে উদ্ধারে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা বহু খোঁজাখুঁজি করেও তার হদিস পাননি।