আন্তর্জাতিক বার্তাঃ লিবিয়ায় ২৬ বাংলাদেশি অভিবাসীকে গুলি করে হত্যা করেছে পাচারকারীর স্বজনরা।
দেশটির মিজদা শহরে এক পাচারকারীর পরিবারের হাতে ২৬ বাংলাদেশি অভিবাসী খুন হওয়ার এ ঘটনা ঘটে।
এক পাচারকারীকে হত্যার প্রতিশোধে তার পরিবার ওই বাংলাদেশিদেরসহ মোট ৩০ জন অভিবাসীকে হত্যা করে। নিহতদের মধ্যে বাকি চার জন্য আফ্রিকান।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। তাদের জিনতান শহরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনএ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) লিবিয়া কার্যালয়ের মুখপাত্র সাফা মেহলি জানান, আমরা সবেমাত্র এই দুঃখজনক ঘটনার কথা জানলাম। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আহতদের সহায়তা দেয়া হচ্ছে।।