আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ২:৫৩

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে মারল পাচারকারীর স্বজনরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৯, ২০২০, ০৩:১৪ পূর্বাহ্ণ
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে মারল পাচারকারীর স্বজনরা

আন্তর্জাতিক বার্তাঃ লিবিয়ায় ২৬ বাংলাদেশি অভিবাসীকে গুলি করে হত্যা করেছে পাচারকারীর স্বজনরা। 

দেশটির মিজদা শহরে এক পাচারকারীর পরিবারের হাতে ২৬ বাংলাদেশি অভিবাসী খুন হওয়ার এ ঘটনা ঘটে।

এক পাচারকারীকে হত্যার প্রতিশোধে তার পরিবার ওই বাংলাদেশিদেরসহ মোট ৩০ জন অভিবাসীকে হত্যা করে। নিহতদের মধ্যে বাকি চার জন্য আফ্রিকান।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। তাদের জিনতান শহরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনএ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) লিবিয়া কার্যালয়ের মুখপাত্র সাফা মেহলি জানান, আমরা সবেমাত্র এই দুঃখজনক ঘটনার কথা জানলাম। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আহতদের সহায়তা দেয়া হচ্ছে।।

 

আরও পড়ুন:  দক্ষিণ সুরমায় দৌড়াইয়া, মারিয়া ৩ ছিনতাইকারীকে ধরল জনতা (ভিডিও)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১