সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম।
গতকাল বৃহস্পতিবার (২৮ মে) এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাঁর করোনা পজিটিভ সনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সুবায়ের আহমদ চৌধুরী সুহেল।
তিনি গণমাধ্যমকে বলেন, সম্প্রতি তিনি (সেলিম) করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাবে নমুনা দেন। বৃহস্পতিবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে গত ২২ মে শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, ক্রীড়া সংগঠক শফিউল আলম চৌধুরী নাদেল, ২৪ মার্চ সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ এবং ২৭ মে বুধবার সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হন।