
নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন ৬৫ বছর বয়সি আরও একজন ব্যক্তি।
বুধবার দিবাগত (২৮ মে) মধ্যরাতে মারা গেলেন আরেক ব্যক্তি। ৬৫ বছর বয়েসি ও ব্যক্তি নগরের শিবগঞ্জ এলাকায় বাস করতেন। তার মূল বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে ২/৩ দিন আগে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শ্বাসকষ্ট বেশি ছিলো। বুধববার দিবাগত (২৮ মে) রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স ৬৫ বছর।
মহাপাত্র বলেন, ওই ব্যক্তির লাশ আজ সকালে পরিবারের কাছে হস্তান্তর করে স্বাস্থ্যবিধি মোতাবেক তার দাফন-কাফন করতে নির্দেশ দেয়া হয়েছে।