সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে পড়েছিল অজ্ঞাত নারীর লাশ৷ স্থানীয়দের দেয়া খবরে মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা এসে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আজ বৃহস্পতিবার (২৮মে) সকালে সিলেট নগরীর পাঠানটুলা থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মধ্যবয়সি এই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আজ সকালে ওই মহিলাকে পাঠানটুলায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ এই অজ্ঞাত মহিলার লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার এস.আই আব্দুল মান্নান জানান, সকালে পাঠানটুলায় রাস্তার পাশে এক মহিলার পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।
স্থানীয়দের বরাত দিয়ে এস.আই মান্নান বলেন, ওই মহিলা অনেকদিন থেকে পাঠানটুলা এলাকায় ঘুরোঘুরি করেন। তিনি মানসিক ভারসাম্যহীন।
লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালের হিমাঘারে রাখা হয়েছে বলে জানিয়েছে তিনি।