আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৪:০২

গোয়াইনঘাটে করোনা আক্রান্ত আরও একজন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৮, ২০২০, ০৬:২৫ অপরাহ্ণ
গোয়াইনঘাটে করোনা আক্রান্ত আরও একজন

আবুল হোসেন, গোয়াইনঘাট সংবাদদাতা:: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন  সিলেটের গোয়াইঘাটের এক যুবক (৩২)।

আক্রান্ত যুবক উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুড়ি গ্রামের বাসিন্দা।

এনিয়ে উপজেলাটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩-জনে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাকিব বলেন, আক্রান্ত যুবকের পজেটিভ  রিপোর্ট পেয়ে প্রশাসন তার বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করা হয়।

এছাড়া গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি প্রতিনিধি দল ওই রোগীর বাড়িতে সরেজমিনে উপস্থিত হয়ে তাকে হোম আইসোলেশনে থেকে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, ‘উপজেলার নলজুড়ি এলাকায় এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে ও সহযোগিতায় তার বাড়ি ও গ্রাম লকডাউন করে আক্রান্তের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন:  ২৪ ঘন্টায় ৩৫ জনের প্রাণহানি, শনাক্ত ১৫২০

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০