আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:১১

টুকেরবাজার মাছের আড়তে সংঘর্ষে পুলিশসহ আহত ১২, গ্রেফতার ৭

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৮, ২০২০, ০১:১৭ অপরাহ্ণ
টুকেরবাজার মাছের আড়তে সংঘর্ষে পুলিশসহ আহত ১২, গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক:: সিলেট সদর উপজেলার  টুকেরবাজার মাছের আড়তে দু’পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এতে ৪ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তা নিয়ে ব্যবসায়ীদের সাথে স্থানীয়দের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। থানা পুলিশসহ এলাকার মুরব্বিরা একাধিকবার এই বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেও ব্যর্থ হন। গত রমজান মাসে স্থানীয় লোকজন রাস্তার মধ্যখানে বাঁশ দিয়ে মাছের আড়তে ট্রাক প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গতকাল বুধবার রাতে রাস্তার উপর পাঁকা পিলার দিয়ে তারা রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু বৃহস্পতিবার সকালে বাজারে মাছ নিয়ে দুটি ট্রাক এলে ব্যবসায়ী ও শ্রমিকরা পিলার তুলে খুলে দিয়ে ট্রাক ঢুকাতে চান। তখন তাদের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এসময় ৪ পুলিশ সদস্যসহ ১২ জন আহত হন।

টুকেরবাজার মৎস্য আড়তের সাধারণ সম্পদক মুহিবুর রহমান বলেন, সরকারি রাস্তা দিয়ে মাছ বাজারের গাড়ি প্রবেশ করতে বেশকিছুদিন ধরে বাঁধা প্রদান করে আসছিলেন স্থানীয় সিরাজুল হক ও আকমল হোসেন গংরা। এ বাঁধা তুলে নিতে তারা আমাদের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু, আমরা চাঁদা না নিয়ে থানায় অভিযোগ করি। এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার সকালে প্রায় ১২ লাখ টাকার মাছ নিয়ে দুটি ট্রাক টুকের বাজার মৎস্য আড়তে আসে। কিন্তু রাস্তায় পাঁকা পিলার থাকায় ট্রাক আড়তে প্রবেশ করতে পারেনি। তখন সিরাজুল হক ও আকমল হোসেন গংরা ট্রাক থেকে মাছ লুট করে। এসময় বাজারের ব্যবসায়ী ও শ্রমিকরা আটকাতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মুহিবুর রহমান আরো বলেন, সংঘর্ষের এক পর্যায়ে বাঁধা প্রদানকারীরা মৎস্য আড়তের ইজারাদার ও ব্যবসায়ি সভাপতি হেলাল উদ্দিনের মালিকানাধিন বাজার সংলগ্ন হাজী সফাত উল্লাহ ফিলিং স্টেশনে হামলা ও ভাংচুর চালায়। সেখানে থাকা সভাপতির একটি প্রাইভেট কার ভাংচুর করে তারা এবং প্রায় দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন:  শেখ হাসিনার কারামুক্তি দিবসে মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া

এ ঘটনায় সংঘর্ষে জড়িত পক্ষ সিরাজুল হক ও আকমল হোসেন দু’পক্ষের ৭ জনকে আটক করেছে পুলিশ। সিরাজুল হক ও আকমল হোসেন দুজনই পুলিশ হেফাজতে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন আহমদ বলেন, রাস্তা সংক্রান্ত বিরোধ নিয়ে টুকেরবাজার মৎস্য আড়তের ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় সংঘর্ষে জড়িত দু’পক্ষের ৭ জনকে আটক করেছে পুলিশ।

পূর্বে ব্যবসায়ীদের দেয়া অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ব্যবসায়ীদের অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছিল।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১