আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:১০

বাচ্চাদের লিচু খাওয়া নিয়ে গোলাপগঞ্জে সংঘর্ষ, আ.লীগ নেতাসহ আহত ১২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২০, ১১:১২ অপরাহ্ণ
বাচ্চাদের লিচু খাওয়া নিয়ে গোলাপগঞ্জে সংঘর্ষ, আ.লীগ নেতাসহ আহত ১২

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে বাচ্চাদের লিচু খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ আহত হয়েছেন ১২জন।

ঘটনাটি আজ বুধবার (২৭ মে) উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটে। সংঘর্ষে ইউপি আওয়ামী লীগের সভাপতি বদরুল হক রয়েছেন।

আহতরা হলেন- বদরুল হক (৬৪), মখন আলী (৬৫), আবুল লেইছ (৫৪), কিবরিয়া আহমদ (১৯), নাইম আহমদ (১৮), কামরান হোসেন (৪০), তুহিন আহমদ (৩৬), খাইরুল হক (৬০), মারজান আহমদ (১৭), ইমন আহমদ (১৮) সোহেল আহমদ (২৭), শাহান আহমদ (৩৭)।

তাদের মধ্যে আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হক, খাইরুল হক, কিবরিয়া আহমদ ও নাইম আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শীলঘাট গ্রামে বাচ্চাদের লিচু খাওয়াকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এ সময় খবর পেয়ে আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হকসহ কয়েকজন মুরব্বি বিষয়টি মীমাংসার চেষ্টায় ঘটনাস্থলে যান।

এ সময় একটি পক্ষ বদরুল হকসহ অপর পক্ষের উপর হামলা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিক সংঘর্ষের খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

আরও পড়ুন:  বিএনপির সাংসদরা আজ স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১