সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ডাক্তার নিয়ে বৃদ্ধ মিনারার পাশে ওসি আখতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২০, ০৫:১৮ অপরাহ্ণ
ডাক্তার নিয়ে বৃদ্ধ মিনারার পাশে ওসি আখতার

সিলেটের বার্তা ডেস্ক:: ডাক্তার নিয়ে বৃদ্ধ মিনারা বেগমের পাশে দাঁড়িয়েছেন মোগলাবজাার থানার ওসি আখতার হোসেন।

একদিকে মহামারী করোনাভাইরাস অপরদিকে স্বামী হারা, স্বজনহারা, ক্ষুদার জ্বালায় অসহায়ত্বে সীমানা ছাড়িয়ে দু:খকে নিত্যসঙ্গী বানিয়ে বসবাস করছিলেন মিনারা বেগম।

এমনই এক করুণ মুহুর্তে মানবিক ওসি আখতার গিয়েছেন তার কাছে।

মিনারা বেগম বয়স প্রায় ৭০ ছুঁই ছু্ঁই একজন অসহায় বৃদ্ধা, স্বামী-সিরাজুল ইসলাম মসজিদের ইমামতি ও মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বাড়ী ছিল সুনামগঞ্জ জেলার ছাতক থানার কৈতকে। প্রায় ২৫ বছর হয় স্বামী মারা যান। একমাত্র শিশু কন্যা নিপা আক্তার ছিল তার বেঁচে থাকার অবলম্বন। কিন্তু সেখানেও বাঁধা। ৬ বছর বয়সে নিপা আক্তার পানিতে ডুবে মারা যায়। এরপর সব হারিয়ে একদিন চলে আসেন সিলেট শহরে।

এখানে সেখানে তার বসবাস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রাক্কালে চলে আসেন মোগলাবাজার থানাধীন ২৭নং ওয়ার্ডের গোটাটিকর এলাকার নিম্ন আয়ের মানুষ মঈন মিয়ার বাড়ীতে। মঈন মিয়ার সহানুভূতিতে একটি কুঁড়ে ঘরে ভাড়ায় আশ্রয় হয় তার। মানুষের দেয়া মানবিক সহায়তায় চলে একাকিত্বের সংসার। করোনা ভাইরাস সংকটে একদিন সিলেট টু লন্ডন চ্যানেলে তার সচিত্র আর্তনাদ প্রকাশিত হয়।

তাৎক্ষনিক মোগলাবাজার থানা পুলিশের পক্ষ থেকে মানবিক সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়ানো হয়। ইতোমধ্যে অনেক সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ তাকে মানবিক সহায়তা করেন। ভালই চলছিল তার। এরই মধ্যে শোনা গেল তিনি অসুস্থ্য। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন, এসআই রাজীব কুমার রায়, এএসআই মোঃ আব্দুল জলিল মেসার্স রিফাত ফার্মেসী গোটাটিকর পয়েন্ট চেম্বার থেকে ডাঃ আব্দুল আজিজ কে নিয়ে হাজির হন মিনারা বেগমের কুঁড়ে ঘরের ঠিকানায়। প্রাথমিক পর্যায়ে খোঁজ খবর নেন।

তারপর ডাক্তার সাহেব মিনারা বেগমের ব্লাড প্রেসার এবং শরীরের তাপমাত্রা পরীক্ষা করে চিকিৎসাপত্র দেন। অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা তার ঔষধ পত্র সরবরাহ করবেন শুনে ডাক্তার আব্দুল আজিজ সাহেব আবেগ প্রবন হয়ে উপস্থিত লোকজনের সামনে তার চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহনের ঘোষনা দেন।

ও.সি আখতার হোসেন এ সময়ে মিনারা বেগমকে প্রায় ১৫ দিনের খাদ্য সামগ্রীসহ নগদ কিছু আর্থিক সাহায্যও প্রদান করেন। এ সময়ে স্থানীয় সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ উপস্থিত হলে তাদেরকেও অসহায় মিনারা বেগমের প্রতি সহানুভূতিশীল এবং তার খোঁজ খবর রাখার জন্য বিশেষ অনুরোধ করেন।

বর্তমান করোনা সংকটে সিলেট মেট্টোপলিটন এর মানবিক পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম মহোদয়ের প্রেরনায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ আখতার হোসেন এর উদ্যোগে মোগলাবাজার থানা পুলিশ এর মানবিক কার্যক্রম করোনা সংকটের শুরু থেকেই চলছে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১