সংবাদ বিজ্ঞপ্তি:: এবার সিলেটের লাক্কাতুরা চা বাগানে রান্না করা খাবার বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।
অসহায় আর সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর মাঝে রান্না করা খাবার তুলে দেয়া হয়।
আজ রবিবার দুপুরে এইচ এস বিসি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট চাশ্রমিকদের ৩০০প্যাকেট রান্না করা খাবার বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন-কভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো নাজিম খাঁন, চা শ্রমিকদের সংগঠন সিলেট ভ্যালি পরিষদের সভাপতি রাজু গোয়ালা, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী, যুব কার্যকরী সদস্য বদরুল আযাদ শুভ, যুব সদস্য চৌধুরী লাবিব ইয়াসির, ওসমান গনি, রিয়াজ আহমেদ প্রমুখ