
এম. এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জে আব্দুল জলিল বেবির নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে ত্রাণ বিতরণে স্বজনপ্রীতিসহ অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত আব্দুল জলিল বেবি উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
স্বামী জীবীত স্ত্রী কে বিধবা ভাতা প্রদানসহ করোনা সংকটে কর্মহীন অসহায় মানুষের মধ্যে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির ত্রাণ বিতরণের তালিকা প্রণয়ন ও বরাদ্দ করা খাদ্যসামগ্রী বিতরণে স্বজনপ্রীতি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আমিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. তুরন মিয়া ।
গত ২০ মে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে দায়ের করা অভিযোগ পত্রে জানাযায় ইউপি সদস্য তিনির নিকট আত্নীয় স্বজন ও সমর্থকদের মধ্যে ৪/৫ বার করে সরকারি সহায়তা প্রদানের কারনে সুবিধা বঞ্চিত হচ্ছেন করোনা সংকটে বিপাকে পড়া প্রকৃত অভাবগ্রস্থরা।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে মৌখিক ভাবে ত্রাণ বিতরনে অনিয়মের অভিযোগ জানানোর পর ও তিনি কোন পদক্ষেপ নেননি।বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণে সিংশ্লিস্টদের নিকট আবেদন জানান।