আজ বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৯:৩৫

ইয়াবা সেলস জোন কাজিরবাজার ব্রিজ, কারবারি দর্জি ফরিদ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২০, ০৩:০০ অপরাহ্ণ
ইয়াবা সেলস জোন কাজিরবাজার ব্রিজ, কারবারি দর্জি ফরিদ

নিজামুল হক লিটন:: সিলেটের সেলফি ব্রিজ খ্যাত কাজিরবাজার ব্রিজ এখন ইয়াবাসহ হরেক রকম মাদকের সেলস জোন। রাতবিরাতে চলে কেনাবেচা। হয় সেবন।

মাদক কারবারি সিলেটের এক দর্জি ফরিদ। রয়েছে তার সুদক্ষ টিম। যাদের দিয়ে করায় সে মাদকের হাত বদল।

সিলেটের বার্তার অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথে এখানে চলে মরন নেশা ইয়াবা ও ফেনসিডিল সেবন কারিদের আড্ডা। দামী দামী গাড়ি ও মোটরসাইকেল নিয়ে আসেন অনেকে।

দর্জি ফরিদের পাইকারি খুচরা বিক্রি করে থাকেন এসব মাদকদ্রব্য।

এব্যাপারে বক্তব্য নিতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞাকে কল দিলে তিনি ফোন রিসিভ করেন নি।

বিস্তারিত আসছে আগামী পর্বে-চোখ সিলেটের বার্তায়।

আরও পড়ুন:  অধ্যাপক জাকিরের চেষ্ঠায় উঠলো অবরোধ, স্বস্তি মিললো জনজীবনে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০