নিজামুল হক লিটন:: সিলেটের সেলফি ব্রিজ খ্যাত কাজিরবাজার ব্রিজ এখন ইয়াবাসহ হরেক রকম মাদকের সেলস জোন। রাতবিরাতে চলে কেনাবেচা। হয় সেবন।
মাদক কারবারি সিলেটের এক দর্জি ফরিদ। রয়েছে তার সুদক্ষ টিম। যাদের দিয়ে করায় সে মাদকের হাত বদল।
সিলেটের বার্তার অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথে এখানে চলে মরন নেশা ইয়াবা ও ফেনসিডিল সেবন কারিদের আড্ডা। দামী দামী গাড়ি ও মোটরসাইকেল নিয়ে আসেন অনেকে।
দর্জি ফরিদের পাইকারি খুচরা বিক্রি করে থাকেন এসব মাদকদ্রব্য।
এব্যাপারে বক্তব্য নিতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞাকে কল দিলে তিনি ফোন রিসিভ করেন নি।
বিস্তারিত আসছে আগামী পর্বে-চোখ সিলেটের বার্তায়।