সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ওপেন মেয়রের দুই সহকারি কোয়ারেন্টিনে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২০, ০১:১০ অপরাহ্ণ
ওপেন মেয়রের দুই সহকারি কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক:: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিসিকের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারি মুহিবুল ইসলাম ইমন।

এছাড়া হোম কোয়ারেন্টিনে রয়েছেন আরও দুই সহকারি

সিলেট সিটি কপোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে মেয়র আরিফুল হক চৌধুরীর দুই সহকারী।

করোনাভাইরাসের মাঝে সিসিক মেয়রের ওপেনলি চলাফেরায় দেখা দিয়েছে নগরবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া।তার এই ওপেনলি চলাফেরার কারণে অেকে মেয়র আরিফুল হক চৌধুরী কে নিয়ে বাজে মন্তব্য করতেও শুনা যায়।

মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারি সচিব সোহেল আহমদ এবং সিলেট প্রেস ক্লাবের সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য এবংসিলেট সিটি কর্পোরেশনের জন সংযোগ শাখার মো: আব্দুল মোমিন ইমরান।

এ দু’জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে।

তাদের সাথে যোগযোগ করে জানা যায়, মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তারা স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন।

করোনাকালে পেশাগত দায়িত্ব পালনকালে তারা একাধিকবার, নগরভনসহ মেয়রের বাসভবনে যাওয়া আসা করতে হয়েছে। তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০