সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাস এর কারণে সৃষ্ট পরিস্থিতির শুরু থেকেই অসহায় মানুষের পাশে বিভিন্ন ধরণের সহযোগিতা নিয়ে সিলেট রেড ক্রিসেন্ট তার কল্যাণকর কর্মতৎপরতা অব্যাহত রেখে চলেছে।
এরই গতকাল মঙ্গলবার (২৬মে) বিকেলে খাবারের প্যাকেট নিয়ে রেড ক্রিসেন্ট গিয়েছিল বেঁদে পল্লীতে।
অসহায় আর সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর মাঝে রান্না করা খাবার তুলে দেয়া হয়।
এইচ এস বিসি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট যুব রেড ক্রিসেন্টের মাধ্যমে সিলেটের ৩টি বেদে পল্লীতে ৩০০প্যাকেট রান্না করা খাবার পানিসহ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-কভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো নাজিম খাঁন, সিলেট যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী,আজীবন সদস্য আব্দুল মানিক, যুব সদস্য চৌধুরী লাবিব ইয়াসির, ওসমান গনি, রিয়াজ আহমেদ প্রমুখ।