আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ২:৫৮

কাল থেকে খুলছে শুকরিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির ঘোষণার নিন্দা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২০, ১২:০২ পূর্বাহ্ণ
কাল থেকে খুলছে শুকরিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির ঘোষণার নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি::  আগামিকাল (২৭মে) বুধবার থেকে স্ব-উদ্যোগে খুলছে সিলেট নগরীর জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট।

মঙ্গলবার (২৬মে) রাতে মার্কেট ব্যবসায়ী  সমিতির সভাপতি আহমদ ফুয়াদ বিন রশিদ ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণঘাতী করোনাভাইরাস এর সংক্রমণ থেকে সিলেট নগরীকে নিরাপদ রাখার জন্য সিসিক মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ই মে থেকে ঈদুল ফিতর পর্যন্ত শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্রসহ বিভিন্ন মার্কেট যৌথ উদ্যোগে বন্ধ রাখি।
আজ আমাদের শুকরিয়া মার্কেটসহ  বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ স্ব-উদ্যোগে আগামীকাল ২৭ মে, বুধবার থেকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে শুকরিয়া মার্কেটসহ বিভিন্ন  মার্কেট খুলা রাখার বিষয়ে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন কর্তৃক ঘোষণার তীব্র নিন্দাও জানায় শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি।
তারা বলেন, আমাদের সাথে আলাপ আলোচনা না করে কিভাবে আব্দুর রহমান রিপন কীভাবে   মার্কেট খোলার ঘোষনা প্রদান করলেন।

আরও পড়ুন:  ৩ জন মানুষ দায়ী: মৃত্যুর আগে সেলিনা ইয়াসমিনের স্ট্যাটাস

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১