আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৩৪

ওসমানীনগরে ভূমি অফিসারসহ করোনা আক্রান্ত দুইজন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৬, ২০২০, ০২:৪৪ অপরাহ্ণ
ওসমানীনগরে ভূমি অফিসারসহ করোনা আক্রান্ত দুইজন

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের ওসমানীনগরে ভূমি অফিসারসহ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দুইজন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত টিমের প্রধান ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী বলেন, ওসমানীনগরে নতুন করে ভূমি অফিসারসহ দুইজনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত উপজেলায় ১১জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে, তার মধ্যে এক ব্যক্তি মারা যাওয়ার পর করোনা সনাক্ত হয়।

এর আগে ২৩ মে নমুনা উপজেলা সহকারি কমিশার (ভূমি) ও করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রিকশা চালক হবিব মিয়ার সংস্পর্শে আশা এক নারীর নমুনা সংগ্রহ করা হয়। পরে সোমবার রাত ১১টায় তাদের করোনা পজিটিভ আসে।

সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল অফিসের এক পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের এক কর্মী, পল্লী বিদ্যুতের দুই কর্মী ও ১১ বছরের এক শিশুর করোনা শনাক্ত হয়। এর আগে করোনায় আক্রান্ত হয়ে একজন রিকশা চালক মারা যান। এখন পর্যন্ত উপজেলায় ১১জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আরও পড়ুন:  'করোনা' নিয়ে হাসপাতালে আ.লীগ নেতা কবির

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১