সিলেটের বার্তা ডেস্ক:: হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত পুলিশ সদস্যের নাম আলমগীর হোসেন।তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের সিটি এসবি’র উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা (মিডিয়া) বলেন, এসআই আলমগীর দীর্ঘদিন থেকে হৃদরোগ ও ডায়াবেটিকস সমস্যায় ভোগছিলেন।
সোমবার (২৫ মে) বিকেল তিনটায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওসমানী হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণে বিকেল ৩ টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু ঘটে।