নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতী করোনাভাইরাস এর উপসর্গ নিয়ে সিলেটের ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ব্যক্তির বয়স ৬৩ বছর। তিনি সিলেট নগরীর নগরীর দরগা মহল্লা এলাবার বাসিন্দা।
আজ সোমবার (২৫মে) সকালে তিনি মারা যান।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সুত্র আরো জানায়, রবিবার সকালে জ্বর, কাশি ও নানা রোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মারা যাওয়ার পর করোনাভাইরাসের পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।