সিলেটের বার্তা ডেস্ক:: রান্না করা খাবার নিয়ে আজ সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিনও অসহায়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।
ঈদের দিনেও নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক কাজ-কর্ম পেছনে ফেলে মহামারী করোনাভাইরাস এর সংক্রমণ ঠেকাতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবীরা।
এইচ এস বিসি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট যুব রেড ক্রিসেন্টের মাধ্যমে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল (করোনা আইসোলেশন সেন্টার) এ ডাক্তার, নার্স সাস্থ্যকর্মী, রোগী ও সিলেট নগরীর জল্লাড়পাড় ও দাড়িয়াপাড়া এলাকার অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ৩শ’ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন কভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো নাজিম খাঁন, সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ওয়ার্ড মাস্টার নজরুল ইসলাম, সিলেট রেড ক্রিসেন্টের যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী, যুব সদস্য চৌধুরী লাবিব ইয়াসির, ওসমান গনি, রিয়াজ আহমেদ প্রমুখ।