আন্তর্জাতিক বার্তা:: প্রাণঘাতী করোনাভাইরাস ফের চীনে হানা দিয়েছে। এ ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন।
আক্রান্তদের ১০ জনই গণচীনের স্বায়ত্তশাসিত অঞ্চল অন্তর্দেশীয় মঙ্গোলিয়া থেকে এসেছে। অন্যজন সিচুয়ান প্রদেশের।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, দেশে নিশ্চিত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ হাজার ৯৮৫ জন। ৮৩ জনের চিকিৎসা চলছে।
বৈশ্বিক মহামারি শুরুর পর শুক্রবার প্রথমবার নতুন করে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। রোববার তা বেড়ে হয়েছিল তিনজন। দুইদিন পর সেই সংখ্যা দুই অঙ্ক ছাড়ালো।
নতুন করে উপসর্গহীন রোগী পাওয়া গেছে ৪০ জন। সব মিলিয়ে ৩৯৬ জন উপসর্গহীন কোভিড-১৯ রোগী নজরদারিতে। কারো মৃত্যু না হওয়ায় মৃতের হিসাব আছে আগের মতোই, ৪ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮ হাজার ২৬৮ জন।