নিজস্ব প্রতিবেদক:: হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (রহ.)সহ সিলেট শহর ও শহরতলীর বিভিন্ন পাড়া-মহল্লায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মহামারি করোনাইভাইরাসের কারণে মসজিদসমূহে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন।
সোমবার (২৫ মে) সিলেটের শাহজালাল দরগাহ মাজার মসজিদে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয়টি সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
ঈদ জামাতের একটিতে ইমামতি করেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ ও অপরটিতে হাফিজ মাওলানা হুজায়ফা হুসাইন।
অন্যদিকে, সিলেটের বন্দরবাজারস্থ হাজী কুতরত উল্লাহ জামে মসজিদেও ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় একটি আর সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। একটিতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নুরুজ্জমান আালমদানি এবং অপরটিতে মসজিদের মোয়াজ্জিন।
অপরদিকে, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আবু হুরায়রা নোমান।
এদিকে, বন্দরবাজার এলাকার সিলেট কালেক্টরেট মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হয়।
এ বছর বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের ছড়িয়ে পড়ায় সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনায় শাহী ঈদগায় ঈদের প্রধান জামাত বন্ধ রাখা হয়েছে। এছাড়া সারাদেশে খোলা জায়গায় নামাজ না আদায়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য ঈদের নামাজ মসজিদে মসজিদে আদায় হয়েছে।
ঈদের নামাজ শেষে দেশ-জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজত করা হয়।