আজ সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, ভোর ৫:২৬

চাঁদা না পেয়ে দোকান ও মন্দিরের গেইট ভাঙচুর, যুবক আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৫, ২০২০, ০৫:০৪ পূর্বাহ্ণ
চাঁদা না পেয়ে দোকান ও মন্দিরের গেইট ভাঙচুর, যুবক আটক

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর জিন্দাবাজারে চাঁদা না পেয়ে দোকান ও মন্দিরের গেইট ভাঙচুরের ঘটনায় নাহিদুজ্জামান খান নাহিদ নামের এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আটিককৃত নাহিদ নগরীর এতিমস্কুল রোডের নাসির খানের ছেলে।

শনিবার (২৩ মে) নগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা বলেন, শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, হামলা ও ভাংচুরের ঘটনায় অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানার তিনি।

প্রসঙ্গত, গত ২১ মে সিলেটের জিন্দাবাজারে রাধা গোবিন্দ জিউর আখড়ার সামনে বাবা দয়াল টিভি সেন্টারের ব্যবসায়ীর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে কয়েকজন যুবক। পরে চাঁদা না পেয়ে দোকান ও মন্দিরের গেইট ভাংচুর করে।

এদিকে হামলার সময় লোকজনকে আটকাতে গেলে স্থানীয় সাজু আহমদ নামে একজন গুরুত্বর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জয়ন্ত দেবনাথ, নিরঞ্জন দেবনাথ, মাহবুবসহ আরও কয়েকজন আহত হন।

আরও পড়ুন:  জাফলংয়ে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, মামলা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০