নিজস্ব প্রতিবেদক:: স্থানীয় জনতার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিলেটের জৈন্তাপুরের রাজপথ। ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদের বিরুদ্ধে ক্ষোভে-বিক্ষোভে ফেটে পড়েন জনতা।
জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগুলবাসীর উদ্যোগে রবিবার (২৪মে) সন্ধ্যায় ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদের বিরুদ্ধে চিকনাগুল বাজার দখল করতে গিয়ে ব্যাবসায়ী কামাল আহমদের উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়।
মিছিলটি চিকনাগুল বাজার থেকে শুরু হয়ে বিভিন্নবাজার প্রদক্ষিণ করে চিকনাগুল বাজারে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তারা অবিলম্বে কামাল আহমদের উপর হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিষেধ থাকা স্বত্ত্বেও চাল চুর আমিনুর রশীদ বাহিনী আইন অমান্য করে জোরপূর্বক চিকনাগুল বাজার দখল করতে গেলে বাজারের ব্যবসায়ী কামাল আহমদ বাধা দিলে তাকে হত্যার উদ্দেশ্য হামলা করা হয়।
৬নং চিকনাগুল ইউনিয়নবাসীর পক্ষে ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদকে জীবীত ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরুষ্কার ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন ৬নং চিকনাগুল সুশীল সমাজের পক্ষে হাজী জমসেদ আলী, মো.মসদ্দর আলী, আব্দুন নূর, মালেক আহমদ, সিরাজ মিয়া, আশরাফ আলী, আব্দুল মালিক, জামাল আহমাদ, সয়ফুল্লাহ,ফয়সল আহমদ, জুনি মিয়া, হাসান মিয়া, মনজু মওয়া, কামরান আহমদ, মতিন মিয়া, মুকিত মিয়া, আজমত উল্লাহ্, হাসান আহমদ, আব্দুল মতিন, আলা উদ্দীন, ফখরুল আহমদ, ফরিদ মিয়া প্রমুখ।