
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে নতুন করে আরও ২৫ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
আক্রান্তদের মধ্যে দুই চিকিৎসক-পুলিশ সদস্যও রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় মোট ৩১৯ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হলো।
এ তথ্য নিশ্চিত করে রোববার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে একজন চিকিৎসক ও একজন পুলিশ সদস্যও রয়েছেন।
তিনি বলেন, যে ২৫ জনের করোনা পজেটিভ এসেছে তাদের মধ্যে কয়েকজনের আগেই করোনা শনাক্ত হয়েছিল।