নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতী করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা বিষয়টি রবিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
সিসিক’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, রোববার রাতে ওসমানীর ল্যাব থেকে কাউন্সিলর আজাদের করোনা পজিটিভের রিপোর্ট আসে। তিনি শনিবার নমুনা দিয়েছিলেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো।
এদিকে আজাদুর রহমান আজাদ তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।