বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিস্টার অব সিলেট ইউকে।
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন লোকজনের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করে এই সংগঠনটি।
সংগঠনের কর্মকর্তা আমিনা আক্তার এবং এলিনা চৌধুরী’র অর্থায়নে শুক্রবার ৬শ’ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। সিলেট জেলা পরিষদ সমস্য মোঃ লোকন মিয়ার বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের খাঁ পুরস্থ গ্রামের বাড়ি থেকে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।
উক্ত উপহার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইলিয়াস মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, ৫২টেলিভিশনের প্রতিনিধি রুহুল আমিন, জাহেদ মিয়া, সমাজকর্মী খলকু মিয়া, জাহাঙ্গীর আলম, রাফি হোসেন, তারেক মিয়া প্রমুখ।