সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটসহ সারাদেশের কোন ঈদগাহে এবার হচ্ছে না পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত।
সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে সোমবার (২৫ মে)।
তবে এবার দেশের কোথাও ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত হবে না বলে আগেই জানিয়েছে ইসলামি ফাউন্ডেশন। সেই নির্দেশনা অনুযায়ী এবার সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ও অন্যান্য ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।
তবে সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে মসজিদে-মসজিদে এবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
এর মধ্যে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯ টায় ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হবে। হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায় একটি ঈদের জামাত হবে।
গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে সকাল পৌনে ৯ টায় একটি ঈদের জামাত হবে। বন্দর বাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ৪টি ঈদ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলো হবে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায়।
একই এলাকায় কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় ২টি ঈদের জামায়াত হবে। আর সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের একটি জামাত হবে।
নগরীর কুমারপাড়া জামে মসজিদে দু’টি জামাত অনুষ্টিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, সকাল ৯টায় অনুষ্টিত হবে দ্বিতীয় জামাত।