আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১০:৪৬

করোনায় ঝরল আরও ২৮ প্রাণ, আক্রান্ত ৩৩হাজার ছাড়িয়ে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৪, ২০২০, ০৬:১১ অপরাহ্ণ
করোনায় ঝরল আরও ২৮ প্রাণ, আক্রান্ত ৩৩হাজার ছাড়িয়ে

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে আজ রবিবার আরও ২৮ জনের প্রাণ ঝরেছে। এপর্যন্ত এটাই করোনাকালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এই ২৮জনসহ করেনায় মারা গেলেন মোট ৪৮০ জন। ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৬১০ জন। আজ সুস্থ হয়েছেন ৪১৫ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৬৯০১ জন।

২৪ মে, রবিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৯০৮ টি। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩২ জন।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ৫৪৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২ মে ৫৫২ জন, ৩ মে ৬৬৫ জন, ৪ মে ৬৮৮ জন, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬ জন, ৮ মে ৭০৯ জন, ৯ মে ৬৩৬ জন, ১০ মে ৮৮৭ জন, শরীরে ধরা পড়ে কোভিড-১৯ নামের ভাইরাসটি।

১১ মে প্রথমবারের মতো দেশে একদিনে সহস্রাধিক করোনারোগী শনাক্ত হয়। সেদিন ১ হাজার ৩৪ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়ে। এরপর ১২ মে ৯৬৯ জন, ১৩ মে ১ হাজার ১৬২ জন, ১৪ মে ১ হাজার ৪১ জন, ১৫ মে ১ হাজা ২০২ জন ও ১৬ মে ৯৩০ জন, ১৭ মে ১ হাজার ২৭৪ জন, ১৮ মে ১ হাজার ৬০২ জন, ১৯ মে ১ হাজার ২৫১ জন, ২০ মে ১ হাজার ৬১৭ জন, ২১ মে ১ হাজার ৭৭২ জন, ২২ মে ১ হাজার ৬৯৪ জন, ২৩ মে ১ হাজার ৮৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়।

আরও পড়ুন:  ছুটি বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের, কী হবে এইচএসসি পরীক্ষার্থীদের

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ২৪ মে, রবিবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার ২০৬ জনে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১