নিজস্ব প্রতিবেদক:: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া ব্যক্তির নাম বাবুল খান (৬০) সিলেট নগরীর বাসিন্দা।
রবিবার (২৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৯ মে করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবুল খান।