সিলেটের বার্তা ডেস্ক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটবাসীসহ রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
রবিবার দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, এবার বাংলঅদেশসহ বিশ্ব মুসলিম এক ভিন্ন রমজান পালন করেছে। মহান আল্লাহর পক্ষ থেকে মহান এক পরীক্ষার সম্মুখীন হয়ে ‘মহামারী করোনাভাইরাস’ এর প্রাদুর্ভাবের মাঝে রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস আমরা সুস্থ্য শরীরে অতিক্রম করেছি। দীর্ঘ সিয়াম সাধনা শেষে এসেছে খুশির ঈদ। এবারের ঈদ হোক মনের মিল থেকে। স্বাস্থ্যবিধি মেনে হোক খুশী উদযাপন।
পরিশেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি সিলেট সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সে সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।