আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:০০

শতাধিক নৈশপ্রহরীদের মাঝে শাহপরাণ থানার ঈদ উপহার বিতরণ (ভিডিও)

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২০, ১১:৫০ অপরাহ্ণ
শতাধিক নৈশপ্রহরীদের মাঝে শাহপরাণ থানার ঈদ উপহার বিতরণ (ভিডিও)

সিলেটের বার্তা ডেস্ক:: থানা এলাকার শতাধিক নৈশপ্রহরীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

শনিবার (২৩ মে) বিকাল সাড়ে ৪টায় থানা প্রাঙ্গণে শতাধিক নৈশপ্রহরীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার মো. মাইনুল আবছার, সেকেন্ড অফিসার সোহেল রানা, এসআই রিপটান পুরকায়স্থসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এসময় শাহপরাণ (র.) থানার ওসি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন,‘মানুষের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় এই মূহুর্তে নৈশপ্রহরীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সামান্য বেতনে তাদের সংসার চালানো দায় হয়ে পড়ে। তবুও তারা করোনাকালে নিজেদের জীবন বাজী রেখে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। আমাদের অভিভাবক এসএমপির কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম’র অনুপ্রেরণায় ঈদ উপহার হিসেবে নৈশপ্রহরীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়েছে।

এ সময় করোনা মোকাবেলায় সকলকে সচেতন থাকতে সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, বাড়ির বাইরে বের না হওয়া এবং সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান থানার সহকারী পুলিশ কমিশনার মাইনুল আবছার।

আরও পড়ুন:  বিয়ানীবাজারে তিন ডাকাত গ্রেফতার, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭