আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৫৪

চাঁদ দেখা যায়নি শাওয়ালের, ঈদ সোমবার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২০, ১১:১৩ অপরাহ্ণ
চাঁদ দেখা যায়নি শাওয়ালের, ঈদ সোমবার

সিলেটের বার্তা ডেস্ক:: দেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি। তাই আগামী সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। কাল রোববার হবে ৩০ রমজান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

ঈদ রোববার না সোমবার উদযাপিত হবে- তা নির্ধারণে আজ শনিবার সন্ধ্যায় সভায় বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্য ছিলেন। কমিটি সভায় ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা হয়েছে। এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

আরও পড়ুন:  করোনায় আরও ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ৮৭ হাজার ৫২০

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১