আজ শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:১৩

মজুমদারিতে সিলেট সোলজার বয়েজ ক্লাব’র ঈদ উপহার বিতরণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২০, ১১:০৫ অপরাহ্ণ
মজুমদারিতে সিলেট সোলজার বয়েজ ক্লাব’র ঈদ উপহার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেট নগরীর মজুমদারি এলাকায় অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সিলেট সোলজার বয়েজ ক্লাব।

আজ শনিবার (২৩ মে) বিকেলে নগরীর মজুমদারিস্থ এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সোলজার বয়েজ ক্লাবের উদ্যোগে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিলেট সোলজার বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের পরিচালনায় এবং ক্লাবের সভাপতি সাইফুর রহমান ইমনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের সম্মানিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মজুমদারী যুব কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রহমান বাবুল, মজুমদারী যুব কল্যান পরিষদের সাধারণ সম্পাদক শামীম মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, আব্দুর রহিম, রাসেল আহমেদ, মাহবুবুর রহমান মাহবুব, সানি আহমেদ, রিয়াজ আহমেদ,আনিস আহমেদ, সোলজার বয়েজ ক্লাব এর সাবেক সভাপতি কামরান জাহান বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য তামিম বকস সৌরভ, মিলাদ আহমেদ রাফাত, আহমেদ,জুনেদ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য,পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সয়াবিন তেল, ময়দা, লাচ্ছি সেমাই, নারিকেল, নুডলস, গুড়া দুধ, চিনি, চা-পাতা, কিসমিস, দারচিনি এবং মুরগী।

আরও পড়ুন:  সিলেট নগরীতে বাম গণতান্ত্রিক জোটের গণসংযোগ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭