নিজস্ব প্রতিবেদক:: সিলেটের সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিক আহমদ (রফিক) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আজ শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টায় তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাষ ত্যাগ করেন। রফিক আহমদ হৃদরোগ, অতিরিক্ত ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগ নিয়ে গতকাল শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিলো প্রায় ৬০ বছর।
তিন সন্তানের জনক ছিলেন তিনি। আজ বাদ আছর টুকেরবাজার হাজী নানু মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে রফিক আহমদরে জানাযার নামায অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য-রফিক আহমদ হার্ট,অতিরিক্ত ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগ নিয়ে ২২ মে শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুতে টুকেরবাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে।