আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:৪৯

ত্রাণের জন্য সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২০, ০২:২৪ অপরাহ্ণ
ত্রাণের জন্য সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক:: ত্রাণের জন্য সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার (২৩ মে) দুপুরে ত্রাণসামগ্রীর জন্য তাদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বলেন, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আজ শনিবার দুপুরে শ্রমিকদের দু’পক্ষের ত্রাণসামগ্রী নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে এ নিয়ে শ্রমিকরা দু’পক্ষে ভাগ হয়ে যান এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে যায় দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আরও পড়ুন:  আজ আ. লীগের সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১