সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. খালেদ মাহমুদ।
শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ এর আরটিপিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ডা. খালেদ মাহমুদ বর্তমানে তার বাসায় আইসোলেশনে আছেন। কয়েকদিন ধরে জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেয়ায় কভিড পরীক্ষার জন্য বৃহস্পতিবার শামসুদ্দিন হাসপাতালে নমুনা প্রদান করেন তিনি। খালেদ মাহমুদ এর বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পূর্ব ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ গ্রামে।