আজ শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:২৩

‘করোনায়’ সিলেটে মারা গেলেন মৌলভীবাজারের সিভিল সার্জন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২০, ০৩:৪৩ পূর্বাহ্ণ
‘করোনায়’ সিলেটে মারা গেলেন মৌলভীবাজারের সিভিল সার্জন

সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটের ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন।

শুক্রবার (২২ মে) রাত ৯টায় তিনি মারা যান। এর আগে সকালে তিনি করোনাভাইরাসের উপসর্গ গিয়ে এ হাসপাতালে ভর্তি হন।

বিষয়টি নিশ্চিত করে শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, মৌলভীবাজারের সাবেক ওই সিভিল সার্জন করোনার উপসর্গ নিয়ে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাত ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর আগেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:  স্ট্যান্ডের 'জায়গা' না দিলে সোমবার থেকে পরিবহন ধর্মঘট

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭