সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

খাদ্য নিয়ে খুশীতে মোগলাবাজার থানা ত্যাগ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২০, ০২:৪৯ পূর্বাহ্ণ
খাদ্য নিয়ে খুশীতে মোগলাবাজার থানা ত্যাগ

সিলেটের বার্তা ডেস্ক:: একদিকে করোনাভাইরাস অপরদিকে দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। এরই মাঝে হাতে পেয়েছেন তারা উপহার হিসেবে খাদ্যসামগ্রী।

হাতে পেয়ে খাদ্যসামগ্রী। তাতে তারা বেজায় খুশী। মুখে তাদের তৃপ্তির হাসি। ইতোমধ্যে ত্যাগ করেছেন মোগলাবাজার থানা প্রাঙ্গন।

করোনা পরিস্থিতির শুরু থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানা অসহায়দের মুখে হাসি ফুটানোর কাজ বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে।

প্রতিদিনই কিছু মানুষকে তারা কাছে ডাকছেন। খবর নিচ্ছেন। শুক্রবারও এর ধারাবাহিকতায় তৃতীয় লিঙ্গ ও হতদরিদ্র মোট ২৬টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়।

পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম’র অনুপ্রেরণায় থানার সহকারী সিনিয়র কমিশনার পলাশ রঞ্জন দে ও  অফিসার ইনচার্জ আখতার হোসেন তাদের হাতে এসব তুলে দেন।

এব্যাপারে ওসি আখতার হোসেন বলেন, স্থানীয় সমাজসেবী কিছু ভাইদের সহযোগিতা ও থানা পুলিশ সদস্যদের আন্তরিকতায় মোগলাবাজার থানা এই কর্মতৎপরতা অব্যাহত রেখেছে।  আগামীতেও কল্যাণময় এই কাজ চালিয়ে যাওয়ার আশা রাখি।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১