আজ সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৪:০৫

একদিনে সিলেটের এক উপজেলায় করোনা আক্রান্ত ৫ জন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২০, ০১:২০ পূর্বাহ্ণ
একদিনে সিলেটের এক উপজেলায় করোনা আক্রান্ত ৫ জন

সিলেটের বার্তা ডেস্ক:: একদিনে সিলেটের এক উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন।

আক্রান্তরা কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ১০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ জানান, করোনায় যে পাঁচজন আক্রান্ত হয়েছেন যাদের রিপোর্ট পজেটিভ এসেছে তারা হলেন উপজেলার পশ্চিম সর্দারমাটি গ্রামের ফরহাদ (১৮), দর্জিমাটি গ্রামের মিজান (১৬), ব্রাহ্মণগ্রাম গ্রামের জাকির (১৮), পৌরসভার রায়গড় গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের গেইটের মা-মণি ডায়গনষ্টিক সেন্টারের দ্বীপ চৌধুরী (২৭) ও ডালাইচর গ্রামের সাখাওয়াত হোসেন।

তাদের প্রত্যেকের নমুনা পূর্বে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেয়া হয়। অনেকটা অসচেতনতা ও ঢালাওভাবে চলাফেরার কারনে করোনার প্রাদুর্ভাব কানাইঘাটে দিন দিন ছড়িয়ে পড়েছে বলে অনেকে মনে করেন।

আরও পড়ুন:  ওসমানীতে চিকিৎসাধীন পীযুষকে মাদক দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০