আজ বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৮:৫৯

ঈদুল ফিতর উপলক্ষে উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা সিলাম এর আর্থিক সহায়তা প্রদান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২২, ২০২০, ১১:৩৩ অপরাহ্ণ
ঈদুল ফিতর উপলক্ষে উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা সিলাম এর আর্থিক সহায়তা প্রদান

সিলাম এলাকার প্রায় ৭০টি অসহায়, নিম্নবিত্ত পরিবারের মাঝে বিগত বছরের ন্যায় এবারো আর্থিক সহায়তা প্রদান করেছে উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা সিলাম।

সংবাদ বিজ্ঞপ্তি:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার প্রায় ৭০টি অসহায়, নিম্নবিত্ত পরিবারের মাঝে বিগত বছরের ন্যায় এবারো আর্থিক সহায়তা প্রদান করেছে উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা সিলাম।

আজ শুক্রবার (২২মে) বিকেলে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ উপলক্ষে সংস্থার সভাপতি খোরশেদ আলম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম উদ্দীনের সঞ্চালনায় আর্থিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য মাহবুব আলম,মেহের উদ্দিন তুহিন, জমির আলী, সোয়াব আলী, আফজল হোসেন, ফজলে রাব্বি আফসান ও সমাজ সেবক আবু ছাইদ জুবেরী ছাদ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সভাপতি, হাসান আহমেদ, সহ-সভাপতি, শাহ মনজুরুল ইসলাম (জুয়েল), সহ-সভাপতি , আশরাফুল আলম মাছুম, সাংগঠনিক সম্পাদক, ফয়ছল আহমদ
যুগ্ম সম্পাদক আল-আমিন (বাপ্পু), সমাজ কল্যান সম্পাদক রেদুয়ান হুসেন রুহুল, ওমার,মাহবুব প্রমুখ। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন সিলাম পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মওলানা নজরুল ইসলাম।

আরও পড়ুন:  সিলেটে ২৩ জন সুস্থের দিনে আক্রান্ত আরও ১৪

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০