আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৯:১১

করাচিতে বিধ্বস্ত বিমান, ১০৭ যাত্রীর সবাই নিহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২২, ২০২০, ০৮:৩১ অপরাহ্ণ
করাচিতে বিধ্বস্ত বিমান, ১০৭ যাত্রীর সবাই নিহত

করাচিতে বিধ্বস্ত বিমান

আন্তর্জতিক বার্তা:: পাকিস্তানের করাচির বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান।

এতে বিমানের ১০৭ যাত্রীর সবাই নিহত হয়েছেন বলে করাচির মেয়র ওয়াসিম আখতার নিশ্চিত করেছেন।

শুক্রবার (২২ মে) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

প্লেনটি ৯৯ যাত্রী ও আট কর্মী নিয়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে প্লেনটি করাচির এক আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যাওয়ার পর সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছায়। এ ঘটনায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এয়ারবাস এ-৩২০ জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় দুর্ঘটনার আগে দু’বার তিনবার নামার চেষ্টা করেছিল।

পাকিস্তান এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, করাচি বিমানবন্দরের কাছে প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে কতোজন যাত্রী ছিলো তা নিশ্চিত করার চেষ্টা করছি তবে প্রাথমিকভাবে ৯৯ যাত্রী ও আট কর্মী থাকার কথা জানা গেছে।

করোনাভাইরাস লকডাউনের পর বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমতি দেওয়ার কয়েক দিনের মধ্যে করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত এক লাখ ২০ হাজারের বেশি

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১