সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের জকিগঞ্জে পল্লীবিদ্যুতের লাইনম্যানসহ দুইজন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আক্রান্ত পল্লী বিদ্যুতের লাইন ম্যান জাহাঙ্গীর আলম (২৫) ও মনসুরপুর গ্রামের রাসেল আহমদ (১৯)। রাসেল দুই তিনদিন পূর্বে ঢাকা থেকে এসেছে। তার কোনো উপসর্গ নেই।
পল্লী বিদ্যুতের লাইন ম্যান জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামে। করোনার উপসর্গ সর্দি, কাশি ও গলা ব্যথা নিয়ে নমুনা পরীক্ষা করায় করোনা পজিটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা, আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ পর্যন্ত জকিগঞ্জে করোনা পজিটিভের সংখ্যা ৯ জন। এর মধ্যে স্বাস্থ্য কর্মী ৫, পুলিশ ১, গৃহবধূ ১ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন। ১ পুলিশ সদস্য করোনার উপসর্গ নিয়ে পুলিশ হাসপাতালে রয়েছেন। করোনার উপসর্গ নিয়ে গঙ্গাজলের শামসুল ইসলাম মারা গেলেও তার করোনা নেগেটিভ এসেছে।