আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:২৪

মাবুদ গো ‘করোনা’ আর ‘আম্ফানের’ ক্ষতি থেকে বাঁচাও: জুমাতুল বিদায় দোয়া

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২২, ২০২০, ০৩:৩০ অপরাহ্ণ
মাবুদ গো ‘করোনা’ আর ‘আম্ফানের’ ক্ষতি থেকে বাঁচাও: জুমাতুল বিদায় দোয়া

নিজস্ব প্রতিবেদক:: ‘ও মাবুদ গো! মাবুদ তুমি আমাদের আসমানী-জমিনী বালা-মুসিবত থেকে হেফাজত করো’। ‘করোনা আর আম্ফান নামক আযাব থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করাে।’

এভাবেই অশ্রুসিক্ত নয়নে জুমাতুল বিদায় মোনাজাত করা হয় সিলেটে।

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার এ উপলক্ষে নগরীর মসজিদগুলোতে বিশেষ বয়ান ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে খুতবায় করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সাবধানতা অবলম্বনের সতর্ক বার্তা দেন মসজিদের ইমাম।

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার হওয়ার বৈরি আবহাওয়া উপেক্ষা করেই সিলেটের মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। তবে সরকারি নির্দেশনা অনুযায়ি সামাজিক দুরত্ব মেনেই মসজিদগুলোতে নামাজ আদায় করেন মুসল্লিরা। নিজ নিজ জায়নামাজ নিয়ে মসজিদে যান তারা। এছাড়া বিভিন্ন মসজিদে প্রবেশের সময় জীবানুনাশক স্প্রেও ব্যবহার করতে দেখা যায়।

নামাজ শেষে আবারও দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সিলেটের হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ, শাহপরাণ (রহ.), সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কালেক্টর মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদসহ সিলেটের প্রত্যেক মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় ক্রন্দনরত অবস্থায় মুসল্লিরা দেশ ও মুসলিম উম্মাহর পাশাপাশি পরিবার ও ব্যাক্তি জীবনের শান্তি ও সফলতার জন্য মোনাজাত করেন।

আরও পড়ুন:  জগন্নাথপুরে র‌্যাবের খাঁচায় নারীসহ বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭