আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:৫৩

একদিনে সিলেটের দুই জেলায় ১৯ জন করোনা রোগী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২১, ২০২০, ১০:৪২ অপরাহ্ণ
একদিনে সিলেটের দুই জেলায় ১৯ জন করোনা রোগী

সিলেটের বার্তা প্রতিবেদক:: একদিনে সিলেট বিভাগের দুই জেলায় ১৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে।

আক্রান্তরা হলেন-সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে দুই জেলার সিভিল সার্জন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, বৃহস্পতিবার জেলায় নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের রিপোর্ট বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এসেছে। আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য আছেন ২ জন। বাকি ৪ জনের মধ্যে তাহিরপুরের ৩ জন ও সদরের ১ জন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, ঢাকার ল্যাবে পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার আমাদের কাছে পাঠানে হয়েছে। প্রাথমিকভাবে এ জেলায় নতুন করে ১৩জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। রিপোর্টগুলো যাচাই বাচাই চলছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন:  সুনামগঞ্জে শীতবস্ত্র বিতরণ করলো জুবিলীয়ান-৯৯ ব্যাচ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১