নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতী করোনাভাইরাসে সিলেটে একদিনে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এপর্যন্ত মরণব্যধি এভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য বিভাগ, সিলেট’র নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য কার্যালয় সূত্র জানায়, বুধবার দিনগত রাত দেড়টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে গোলাপগঞ্জের আবুল কাশেম (৪৯) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারে চিকিৎসা করতেন । তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলায়।
এদিকে বুধবার (২০ মে) রাতে জেলার বালাগঞ্জে নিজ বাড়িতে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি (৪৬) মারা যান। এছাড়া একই রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক পুরুষের (৫৫) মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ, সিলেট’র বৃহস্পতিবার (২১ মে) বুলেটিনে সিলেট জেলায় ৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। আর করোনায় পুরো বিভাগে ১১ জনের প্রাণহানির খবরও জানানো হয় ওই বুলেটিনে।